উত্তর: তড়িৎবিশ্লেষের ব্যবহারিক প্রয়োগ:
i) তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু যেমন - Na, K, Ca, Mg, Al প্রতৃতি ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সম্পন্ন করা হয় ।
ii) কিছু কিছু ধাতু যেমন- Cu, Ag, Al প্রভৃতির পরিশোধন প্রক্রিয়ায় , তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয় ।
iii) বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ।
iv) হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন , সোডিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতির শিল্প উৎপাদনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় ।