Posts

Q. ভৌত ধর্ম কাকে বলে ? উদাহরণ দাও ।

যে ধর্ম গুলির সাহায্যে শুধুমাত্র পদার্থের বাহ্যিক অবস্থার ও প্রকৃতির পরিচয় পাওয়া যায় কিন্তু অভ্যন্তরীণ অনুর গঠনের পরিচয় পাওয়া যায় না , তাকে পদার্থের ভৌত ধর্ম বলে । যেমন - পদার্থের ভৌত অবস্থা বর্ণ, গন্ধ, স্পর্শ , গলনাঙ্ক, স্ফুটনাংক, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা ইত্যাদি ।

Rate this article

Loading...

© QReply. All rights reserved.