Q. পদার্থের রাসায়নিক ধর্ম কাকে বলে ?
যে ধর্মের সাহায্যে পদার্থের অভ্যন্তরীণ অনুর গঠন অন এবং রাসায়নিক বৈশিষ্ট্য অর্থাৎ অন্য পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা বা ক্ষমতার পরিচয় পাওয়া যায় , তাকে ওই পদার্থের রাসায়নিক ধর্ম বলে । উদাহরণ - সালফারকে বাতাসে পোড়ালে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় । এটি সালফারের রাসায়নিক ধর্ম ।